হনুমানের তান্ডব
- By: এস এম মঞ্জুর রহমান
- On:
হনুমানে ভাঙ্গছে মিনার
দেখাইছে তার কাজ,
মুসলিম তুমি ঘরে বসে
চোখ ভরে পাও লাজ!
জ্বালছে আগুন পুড়ছে কুরান
তাতে তোমার কী!
আগুন তো নয় তোমার গায়ে
পুড়ছে মসজিদ টি।
তাতেও তোমার কী আসে যায়
তোমার ঘরতো ঠিক,
স্বার্থপরের মনকে জানাই
ঘৃণা ভরা ধিক।
হনুমানের হাত ভেঙ্গে দে
ছাড়া গায়ের ছাল,
আর কভু না সাহস করে
আগুন দিতে কাল।
—সমাপ্ত–
1138total visits,3visits today
