ইরানের উচিত জবাব
নাক বাড়িয়ে হাঁক ছাড়িয়ে
আমেরিকা ইরানে,
বিশ্ব মোড়ল সাজতে গিয়ে
হাঁপসে গেছে পরানে।
পরমানুর জুজুর ভয়ে
সব সময় নয় মাতবারি,
ইরান এবার বুঝায় দিছে
উঁচু করে তরবারি।
সোলাইমানী-কে খুন করে
গাইতে চাইলে শান্তি-গান,
ভাঙা ক্যাসেট শুনতে নারাজ
হইছে ইরান শক্তিমান।
আমতা স্বরের সুরে মোড়ল
হটছে পিছে ট্যাংক নিয়ে,
প্রতিশোধের তীব্র দাহে
ফিরছে ব্যাঙের ডাক দিয়ে।
ভন্ডামিতে মোড়ল সেজে
গড়ছে নিজের গ্যাড়াকল,
বুঝছে মোড়ল শক্ত দেশে
হয়না ভালো নিজের ফল।
—সমাপ্ত–
2695total visits,4visits today