মালিক ও শ্রমিক

যার মুখেতে শুনছো সাহেব-
বাবু কিংবা স্যার,
সিমেন্ট বালু জমতে বাড়ির
ঘাম ঝরে যায় তাঁর।

যার সালামের গর্ব বোধে-
ভাবছো তাদের নিচে,
সভ্যতা আজ তাদের ছাড়া
থাকত অনেক পিছে।

যার শরীরের রক্ত ঘামে-
তৈরি এ রাজপথ,
ভি আই পি তার নামটা দিয়ে
চালায় দামি রথ।

চকচকানো পোশাক যতো
যতো শিল্প তাঁত,
শক্ত হাতে লোহার মেশিন
চালায় শ্রমিক জাত।

সভ্যতা আজ যাদের হাতে
করছে ঝলোমল,
তাদের চোখে আজও করে
অশ্রু টলোমল।

যাদের পিঠে ভরটি দিয়ে-
দেখছ চেয়ে বিশ্ব,
তারাই শ্রমিক সবার চোখে
রাখছ তাদের নিঃস্ব।

তারাও মানুষ ভেবো তাদের-
আছে ক্ষুধার জ্বালা,
হতো কেমন তার ভূমিকায়
আসলে নিজের পালা?

1208total visits,2visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply