একুশে ফেব্রুয়ারি

বুক পাজরে বিঁধে বুলেট-
ছুটলো যেদিন ফিনকি!
বাংলা ভাষা ভাষী মোরা
ভুলেছি সে দিন কি?
ভরদুপুরে পাঁজর ফেটে-
নামলো পথে বৃষ্টি,
পাক পুলিশের নলের গুলি
করল অনা সৃষ্টি।
জীবন গেলো দামাল ছেলের-
বাংলা ভাষা আনতে,
কি পরিমান ভালোবাসা
ছিলো তাদের জানতে?
বিঘেত খানেক বুকের মাঝে-
আকাশ সমান মন,
ভাষার সেবায় লুকে সেথায়
থাকত সারাক্ষণ।
সেই বুকেতে বুলেট ছুড়ে-
ঝরালো যে রক্ত,
মানুষ নামের পশু সে যে
পাকিস্তানের ভক্ত।
বারটি ছিলো বৃহস্পতি-
ফাগুন মাসের আট-এ,
স্মরতে তাদের বিশ্ববাসী
আদল পায়ে হাঁটে।
গুলের বাগে অনুরাগে
লালন করা ফুলে,
শ্রদ্ধায় বলে শহীদ ভাইকে
কেউ যাবোনা ভুলে।

774total visits,1visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply