করোনা ভাইরাস
- By: এস এম মঞ্জুর রহমান
- On:
সময় এখন নয় নিরাপদ
ইচ্ছা যাকেই ধরোনা,
মহামারির ভাইরাস এখন
নাম নিয়েছে করোনা।
আপন পরের হোক না যে কেউ
আসলে ঘুরে বিদেশে,
পরীক্ষা তার আগেই করাও
ডাক্তার গনের নির্দেশে।
হাঁচি, কাশি, মুলাকাতে
করোনা খুব ছোঁয়াচে,
ময়লা পঁচা নোংরা হতেও
রোগ ছড়ানোর জোঁ-আছে।
করোনাতে ধরলে কারো
চৌদ্দ দিনেই জ্বরহবে,
পরিবারের সবার মাঝে
ছড়ায় পড়ার ডররবে।
বিশ্বজুড়ে মারছে মানুষ
করোনা ঐ ভাইরাসে,
থাকতে সময় হও সচেতন
জীবনটা না যায় নাশে।
বাইরে গেলে মাস্ক পরাটা
বর্তমানে দরকারী,
নানান দেশে সতর্কতায়
দিচ্ছে আদেশ সরকারি।
সুস্থভাবে বাঁচতে যে তাই
পরিস্কারের জুড়ি নাই।
নিজের শরীর হাত পা সহ
ঘর পরিষ্কার রাখা চাই।
—সমাপ্ত–
1411total visits,6visits today
