জাগ্রত নিদ্রা

মায়ায় ভরা স্বপ্ন জালে-
খেলছি নানান খেলা,
সজাগ ঘুমে ঘুরে ঘুরে
ফুরায় যাচ্ছে বেলা।

জন্ম নিয়েই ঘুমে যেনো-
বিশ্ব দেখি ঘুরে,
ডানা মেলে যাচ্ছি উড়ে
আলোক রশ্মি দূরে।

আরশ ওয়ালার কাবলিওয়ালার-
পৌছে দেওয়া বানী,
আকাশ ফুড়ি পাতাল ভেদী
তার প্রমান আনি।

দুই দরিয়া ভাগ হয়েছে-
জলের দেওয়াল দিয়ে,
ফেরাউনের মমি দেখি
পানির মাঝে গিয়ে।

আহার নিশ্বাস নাভির দারে-
বাঁচাও বদ্ধ জলে,
এসব দেখেও ঘুম ভাঙ্গেনি
স্বপ্নে বিভোর ছলে।

এই মানুষের যশকে তুমি-
কতই দিতে পারো!
চাঁদের মাঝে খণ্ডিত দাগ
প্রমান করে আরো।

অসীম আকাশ জুড়ে রবি-
পাচ্ছি তারি আভা,
সাগর তলে লুকায় রাখো
আগ্নেয় গিরির লাভা।

অবোধ মোরা পাপী মোরা-
তোমায় আছি ভুলে,
সাহায্য চাই ভণ্ড পীরের
নিজের দুহাত তুলে।

খুঁটি হিনা এই পৃথিবী-
রাখলে তুমি ঝুলে,
এসব দেখেও জাগ্রত ঘুম
জাগিনা চোখ খুলে।

ভাঙবে যেদিন ঘুমের এ ঘোর-
আসবে নতুন ভোর,
দেখবে আঁখি আজরাইলে
দাঁড়িয়ে খুলে দোর।

চাইছি খোদা থাকতে সময়-
সঠিক পথে গতি,
দয়া করে দাও জীবনে
আল কোরআনের জ্যোতি।

1564total visits,1visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply