প্রার্থনা

মধুর মাসে এই ভুবনে
যখন ছিলো ফুল,
বিমুখ আমি উল্টো পথে
করে গেছি ভুল।
সঙ্গের সাথী ছিলো যাঁরা
ধরে ফুলের বাগ,
জীবন খানি শোভায় মুড়ে
পাচ্ছে অনুরাগ।
প্রভু আমার ভুবন জুড়ে
শুধুই কালো রাত,
একলা পথিক বিপথ মাঝে
নেই যে কেহ সাথ।
একধ্যানে এই অনুরাগী
তোমার সহায় চাই,
প্রভু তোমার রহমতে
একটু দিও ঠাঁই।
দুহাত ভরা অশ্রু আমার
ভুলের মাসুল দান,
এখন আমায় উঠাও টেনে
যেমন এ আসমান।
—সমাপ্ত—

789total visits,1visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply