মুখের কথা

মুখের কথায় মায়ার প্রকাশ
মুখের কথায় বিষ,
কাউকে কিছু বলার আগে
একটু ভেবে নিস।

এই কথাতে সাধন ভজন
তৈরি আল-কোরআন,
এই কথাতেই আল্লাহ খুশি
করলে গুণগান।

কথার মাঝে সাহস থাকে
কথার মাঝেই ভয়,
কথায় সেনা জীবন দিয়ে
যুদ্ধে আনে জয়।

সুখ বিলাসী আশার বাণীর
তৈরি যে ভাষণ,
ভোট লুপে তা ভাগ্য গড়ে
দেশ করে শাসন।

কথার মাঝেই পরশ পাথর
পাষাণ হৃদয় গলে,
বিবাগ নারী ভালোবাসায়
বাস করে গাছ তলে।

কথার দ্বারা বিত্ত আসে
কথা দ্বারাই ক্ষয়,
কথার দ্বারাই কেউবা রাজা
কেউবা ফকির হয়।

কথার দ্বারাই শাস্তি আসে
কথার জন্য ক্ষমা,
এই কথাতেই ভালোবাসা
ঘৃণাও রয় জমা।

কথা যে জন বলছে বুঝে
সাধু সেই পুরুষ,
সবাইকে তাই বলার আগে
রাখতে হবেই হুশ।
—সমাপ্ত—

814total visits,1visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply