শকুনের কান্না

তুই যে শকুন কাঁদিস পিছে
ক্ষুধা নিয়ে পেটে,
একটু সময় দিসরে আমার
মৃত্যু আসুক হেঁটে।

ক্ষুধা এবং মৃত্যু জ্বালা
দুটোই মুখোমুখি,
জানি আমার মৃত্যু তোকে
করবে বড় সুখী।

ক্ষুধার জ্বালা সইছে না তোর
কষ্টটা খুব জানি,
তাই বলে ভাই খাসনে আমায়
সুচল ঠোঁটে টানি।

নেই দেরি নেই ঘনায় সময়
মৃত্যু দিবে হানা,
পেট পুরে তোর আহার বানাস
আমার দেহখানা।

কররে স্মরণ দুই জনে ভাই
ছিলাম জগত বাসী,
ছিঁড়ে দিবে সেই বাঁধন আজ
মৃত্যু ছুটে আসি।

কেউ আগে আর কেউবা পরে
এই জগতের রীতি,
আসলে মরণ তোরটা আগে
তুই কি যেতিস জিতি?

পরাক্রমী জীবন ছিলো
আদর স্নেহে ভরা,
ভাগ্য খেলার নিষ্ঠুরতায়
করুণা ভিখ করা।

সব কিছু ঐ বিধির লেখা
যায়না মুছা কভু,
তুইতো শকুন খাবিইরে জান
ভিখ মাঙ্গিলেও তবু।

খা কলিজা যাকরে পেটের
সব ক্ষুধা তোর ঘুচে,
ইতিহাসে চরিত্র তোর
যাবে নাকো মুছে।
—সমাপ্ত—

673total visits,2visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply