স্বাধীনতা মানে

স্বাধীনতা মানে আমার
মুক্ত ডানা মুক্ত চোখ,
স্বাধীনতা পরাধীনের
ডুবতে থাকা হাজার শোক।
স্বাধীনতা অনাহারীর
উদার ভরা আহার ভাত,
এক আকাশের নিচে সবাই
বাঙ্গালিরা একই জাত।
স্বাধীনতা কন্ঠে আমার
উচ্চ স্বরে গাওয়া গান,
জারি সারি ভাটিয়ালি
নদীর বুকে দেখে বান।
স্বাধীনতা মানে আমার
মাঠে মাঠে সবুজ ধান,
নীল চাষের ঐ কসুর ফেলে
সোনার ধানে মনের টান।
স্বাধীনতা ঢেঁকির তালে
কচকচানির মিষ্টি সুর,
রাখাল ছেলের বাঁশির তানে
উদাস করা এক দুপুর।
বিজন বাবুর ঢোল বাজিয়ে
গাঁয়ের হাটে কড়া দান,
আঘাত করে ধামার পিছে
উচ্চ স্বরের শব্দ খান।
যা ছিলো ঐ পাকিস্তানে
জীবন নাশের হুমকি প্রায়,
স্বাধীনতা মানে আমার
স্বপ্ন লেখা কবিতায়।

836total visits,1visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply