কেমন বড় হবে
- By: এস এম মঞ্জুর রহমান
- On:
এতো বড় হবে তুমি
এতই বড় হবে,
অবাকে নয় ভালোবাসায়
সবাই চেয়ে রবে।
এমন ভাবে হবে বড়-
এমন ভাবেই হবে,
নিন্দুকেরি সকল জবাব
তারি মাঝেই রবে।
আকাশ ছোঁবে তা বলিনা-
ছোঁবে সবার মনে,
সবাই যেনো কাছেতে পায়
সেবার প্রয়োজনে।
সোনার ছেলে হয়ে তুমিই-
আনবে দেশে সোনা,
তোমার নামে চলে যেনো
হাজার গবেষণা।
জীবনটা ঠিক গড়বে এমন-
এমন ভাবেই গড়ো,
যে জীবনের সুবাস পেতে
সবাই হবে জড়ো।
(ডুমুরিয়া, খুলনা)
1177total visits,2visits today
