নেতার সাথে সেল্ফি

বড় নেতার সাথে তোলা-
একটি ছবির মূল্য আছে,
ভেবোনা তা সহজ লভ্য
ধরছে ঘাসের তুল্য গাছে।
হাতে থাকা মুঠো ফোনে-
রিসিভ মুডে নেতার কল,
অমূল্য তা যুগের মাঝে
ভেবোনা ফোন আটার কল।
নেতার সাথে আড্ডা দেওয়া –
ফেসবুকে তার স্মৃতি শেয়ার,
করলে এসব ভাবে সবাই
নেতার সাথে অতি পেয়ার।
বলছে পাগল পথের পরে-
বিশ্বাস না হয় করেই দ্যাখো,
জীবন খানি বদলে গেছে
চতুর্পাশে চোখটি রাখো।।
আইন কানুন ভাঙ্গা গড়ার-
ক্ষমতা যার হাতের মুঠোয়,
তারি হাতের পরশ পেলে
শক্তি বাড়ে ভাতের খুঁটোয়।
মনে রেখো লোকের ভীড়ে –
সৎ মানুষের মূল্য আছে,
ভেবোনা তা হাতের মোয়া
কিছু তাহার তুল্য আছে।
আহার রুজির মালিক খোদা,
তার কি কেহ তুল্য আছে?
সরল পথে চেষ্টা করার
খোদার কাছে মূল্য আছে!!
তবু কেনো নোয়াও মাথা
দুনিয়াতে রাঙা পায়ে,
খোদা ছাড়া ত্রিভূবনে
পার পাবেনা অন্য নায়ে।

651total visits,2visits today

এস এম মঞ্জুর রহমান

Leave a Reply