বকুল গাছের স্মৃতি

স্কুল গেটে ঢুকার পথে
বকুল গাছের তলে,
বন্ধু সবাই টিফিন হলে
জমতো দলে দলে।

সামনে বিশাল বিলের বুকের
অবাধ ফাগুন হাওয়া,
স্বেদের দেহ করতে শীতল
আসতো করে ধাওয়া।

চুল উড়িত সেই হাওয়াতে
মন উড়িত সাথে,
শুকত সবাই বকুল সুবাস
কুড়ায় নিয়ে হাতে।

স্বপ্না সীমা লক্ষ্মী আরও
বান্ধবীরা বসে,
গাঁথত মালা বকুল ফুলের
পড়ত যেটা খসে।

ছেলে গুলো কাগজ দিয়ে
প্লেন বানায়ে উড়ায়,
হাসি খুশির বকুল তলায়
প্রাণটা যেতো জুড়ায়।

ফুলের মতো সেই জীবনে
বকুল সুবাস নিয়ে,
আজকে সবাই দেশ বিদেশে
যাচ্ছে সেবা দিয়ে।

কালের গ্রাসে বকুল গাছের
ছায়াটা নাই কোণে,
আমরাও নাই তবু সেসব
স্মৃতি পড়ে মনে।

7009total visits,4visits today

এস এম মঞ্জুর রহমান