শিক্ষা নেবার সময়
- By: এস এম মঞ্জুর রহমান
- On:
শিক্ষা নেবার সময় হলো
দোলনা হতে কবর,
মাঝে মাঝে তাইতো জানাই
ট্রেনিং নেবার খবর।
হিসাব শাখার চাকরি মানেই
গুন ভাগ আর যোগ বিয়োগ,
করতে তাহা হাত-পা-মাথার
সবকে করে দাও নিয়োগ।
মশাও যদি বসায় কামড়
মারবে না তা ঝুলে,
ক্ষণিক পরে ফিরলে কাজে
হিসাব যাবে ভুলে।
সেই রোবটিক কাজটা ছেড়ে
আজকে ট্রেনিং ঘরে,
মজার মাঝে শিখছে সবাই
জ্ঞানার্জনের তরে।
মাঝে মাঝেই নাস্তা খেয়ে
চা’য়ের সময় হাসি,
দুপুর বেলায় রুই রেজেলা
পোলাও মাংস খাসি।
দিনের শেষে পকেট ভরে
আসবে আবার মানি,
শেখার কাজে সময় দিলে
তাতেও আবার সম্মানি।
উপভোগের চলছে সময়
চলুক বারে বারে,
যতো পারুক এমন ট্রেনিং
দিকনা আবার স্যারে।
—সমাপ্ত–
839total visits,2visits today
