সাহিত্যে পরিচয়
এস.এম.মঞ্জুর রহমান
খুলনা জেলায় জন্ম তাঁর,
ডুমুরিয়ার কোমরাইলে
বসত বাড়ি বাপ দাদার।
ঊনিশ শত ছিয়াশি
সতেরই অক্টোবর,
সর্বপ্রথম আলো দেখেন
এই দুনিয়ার পর।
পিতা মোঃ আবুল কাসেম
আছরা বেগম তার মাতা,
আশির্বাদে এই দুনিয়া
মাথার পরে হয় ছাতা।
তিন ভাই ও এক বোনের
তিনিই বড় সব থেকে,
চাকরি করেন সিরাজগঞ্জে
সব জনাকে দূর রেখে।
পুত্র ছেলের জনক তিনি
জীবন সাথীর নাম লিমা,
খোদার দানে সুখের জীবন
হাসি খুশির নাই সীমা।
শখের বসে লেখা লেখি
মানবতায় মন টানে,
লিখনিতে দুখীর ছোঁয়া
ছড়ায় থাকে সব খানে।
“সুখ পাখীর প্রতীক্ষায়”
একক কাব্যগ্রন্থ তাঁর,
যৌথকাব্যে লিখতে পারার
সুযোগ হইছে একুশ বার।
পত্রিকাতে লেখা লেখি
ম্যাগাজিনেও হয় দেওয়া,
কাব্য,গল্পের এ্যাপসও আছে
প্লেস্টোরে যায় পাওয়া।
ইউটিউবে আবৃতিকার
ভিডিও দিছে কবিতার,
এই কারণে পাঠকগণে
নামটা ডাকে কবি তাঁর।
—সমাপ্ত—
815total visits,2visits today