স্বার্থপর

স্বার্থপরের সুবিধাটা সবাই গেছে বুঝে,
চোখ বুজে তাই নীতি ধ্বসে নিচ্ছে তাকে খুঁজে ।

অশ্রু জল আর বৃষ্টি জলের তফাত গেছে উঠে,
বুক ফাঁটা আর্তনাদে কেউ আর আসেনা ছুটে।
রক্ত ধারার বন্য মোদের আর কাড়েনা দৃষ্টি!
আমরা এখন সার্থপর আর নাই সে সেরা সৃষ্টি।
অনাহারী মরতে দেখেও মন বলেনা উহ্ যে!
স্বার্থপরের সুবিধাটা সবাই গেছি বুঝে
চোখ বুজে তাই নীতি ধ্বসে নিচ্ছে তাকে খুঁজে ।

মানবতার শব্দ এখন ডিকশনারীর শোভা,
অত্যাচারীর কাছে সবাই থাকছে অবোধ বোবা।
অসভ্যদের নোংরামি আর হিংস্রতা পায় খ্যাতি,
তুচ্ছ নিচু তুলছে মাথা মরছে আদত জাতি।
তবুও কেহ খুলবেনা মুখ বলতে মুখে উহ্ যে,
স্বার্থপরের সুবিধাটা সবাই গেছি বুঝে,
চোখ বুজে তাই নীতি ধ্বসে নিচ্ছে তাকে খুঁজে ।

স্বজাতি ভাই যাচ্ছে মারা নিঠুর নির্যাতনে,
দাগ কাটেনা সেসব খবর কভু কারো মনে।
ভাবছে সবাই নিজ পরিবার তা আছেতো ঠিক,
পাখির মতো মরে তারা দিলেও ছুঁড়ে ধিক।
তবুও কেউ দরদ করে বলছে না আজ উহ্ যে,
সার্থপরের সুবিধাটা সবাই গেছি বুঝে,
চোখ বুজে তাই নীতি ধ্বসে নিচ্ছে তাকে খুঁজে ।

অত্যাচারীর সব হাতিয়ার ভায়ের রক্তে ধোয়া,
সেসব দেখেও হুস জাগেনা যাচ্ছে বিবেক খোয়া।
কেউ ভাবেনা পরের কথা নিজের গেলে পুরে,
সহজ খাবার খাচ্ছি শুধুই কান খানিকে ঘুরে।
তাতে যতই মানবতা ভেঙ্গে পড়ুক ন্যুজ্বে।
স্বার্থপরের সুবিধাটা সবাই গেছি বুঝে,
চোখ বুজে তাই নীতি ধ্বসে নিচ্ছে তাকে খুঁজে ।

—সমাপ্ত–

1903total visits,2visits today

এস এম মঞ্জুর রহমান