হৃদয়ের কান্না
- By: এস এম মঞ্জুর রহমান
- On:
কাঁদিয়া ফিরিছে হৃদয় আজিকে
কালছে নিশির বুকে,
সবার আঁখির অন্তরালে
কন্কনে যায় ধুঁকে।
প্রনয় বাধার প্রকার ভেদে
অচল স্বরুপ ধরে,
তোমায় পরালো সাধুর ভূষণ
আমায় চোরটি করে।
একই সূতায় বাঁধা যে হৃদয়
দুইটা দেহেরবাসী,
আপন আঁখিতে অশ্রু বহে
তোমার মুখেতে হাসি।
মাথার আকাশ আজ ঘোলাটে
ললাটে পয়স্বিনী,
এ দুখ আমার সাধনার ফল
আবেগের দামে কিনি।
মায়া ভরা সব কল্পরাজ্য
চোখের পাতার দু’পাশ,
পাতা তুলে যে সুখকে দেখা
পাতা ফেলে হয় নাশ।
ক্ষণিকের তরে ক্ষণ সুখ যাচি
ফুলেতে যেমন অলি,
তোমাকে আখড়ে পেরোবার আশ
সুখ বিরহের গলি।
তাই বুঝি আজ সুখরা আমার
দুখের মুখোশ পরে,
উদাস বায়ু দিচ্ছে বহায়
এই হৃদয়ের ঘরে।
—সমাপ্ত–
1473total visits,2visits today
